গ্রাফিক্স ডিজাইন কি? কিভাবে গ্রাফিক্স ডিজাইন শুরু করবেন?

বর্তমানে ইন্টারনেট দুনিয়ার একটি জনপ্রিয় একটি নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। অনলাইন ভিত্তিক সব কোম্পানিতে এর গুরুত্ত্ব রয়েছে। শুধু অনলাইনেই নয় অফলাইনেও বিভিন্ন সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক ব্যবহার রয়েছে। তাই যত দিন যাচ্ছে ততই এ পেশায় দক্ষ লোকের চাহিদা বাড়ছে।

আমরা যারা নতুন তাদের মনে প্রশ্ন আসতে পারে, গ্রাফিক্স ডিজাইন আসলে কি, কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায়, কিভাবে শুরু করবো, কি কি শেখা আবশ্যক, সুদক্ষ ডিজাইনারা কেমন উপার্জন করেন, গ্রাফিক্স ডিজাইন শেখার সবচেয়ে সহজ উপায় কি ইত্যাদি।

সেরা

রুবাব’স ডিজিটাল

বিস্তাারিত

বাজেট

বহুব্রীহি

বিস্তাারিত

বেসিক

টেন মিনিট স্কুল

বিস্তাারিত

এই আর্টিকেলটিতে আপনারা জানবেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর ও পাবেন কিছু অনলাইন কোর্সের সাজেশন যার মাধ্যমে সহজেই ঘরে বসে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন

মূলত, ইমেজ, কালার, শেপ, লেআউট ও টেক্সটের মাধ্যমে কোন একটা প্রোডাক্ট, প্রজেক্ট, বা ইভেন্টের মেসেজ গ্রাহক বা দর্শকের কাছে ভিজ্যুয়ালি পৌঁছে দেয়াই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।

গ্রাফিক্স ডিজাইন দুই ধরনের হয়।

  1. ডিজিটাল ডিজাইন এবং
  2. প্রিন্ট ডিজাইন

গ্রাফিক্স ডিজাইনের অনেক ক্যাটাগরি রয়েছে। এর মধ্য জনপ্রিয় কিছু ক্যাটাগরি হচ্ছে: Logo, Brochure, Flyer, Business Card, Banner, Magazine, Social Media Cover Design, Art and illustration, Branding and stationary, Packaging design, Web Tamplate Design, Book Cover Design, T-shirt Design ইত্যাদি।

আপনি যদি পার্টটাইম ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে সব ক্যাটাগরিতে দক্ষ না হয়ে একটি ক্যাটাগরিতে ভালোভবো দক্ষ হলেই চলবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে বা চাকরি করতে এর খুটিনাটি সব বিষয়ে ভালো ভাবে দক্ষ হতে হবে।

কোথা থেকে গ্রাফিক্স ডিজাইন শুরু করবেন?

গ্রাফিক্স ডিজাইন শিখতে প্রথমেই আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের যথার্থ জ্ঞান থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ভালো কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে।

কিন্তু আপনি যদি ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য বিভিন্ন কোর্স আছে। বাংলাদেশে ভাল প্রতিষ্ঠান গুলোর মধ্যে বহুব্রিহী ও টেন মিনিটস স্কুল অন্যতম।

ফ্রি হয়তো অনেক কোর্সই পাওয়া যায়, কিন্তু প্রোফেশনালদের জন্য প্রোফেশনাল কোর্স করাই ভালো, এতে করে সঠিক ভাবে শেখা যায়।

গ্রাফিক্স ডিজাইন করতে হলে কী কী শিখতে হবে

এবার আসি আপনি কি কি শিখবেন?

গ্রাফিক্স ডিজাইন শিখতে প্রথমতো আপনাকে কিছু সফটওয়্যার শিখতে হবে।

গ্রাফিক্স ডিজাইন শেখার কথা আসলেই সবার আগে চলে আসে Adobe Illustrator এবং Adobe Photoshop এর কথা। বর্তমান বিশ্বে গ্রাফিক্স ডিজাইনের জন্য ব্যবহার করা হয় এমন সফটওয়্যারের তালিকায় এডোবির এই দুটি সফটওয়্যার ভীষণ জনপ্রিয়। এছাড়াও আছে এডোবির আরো দু্টি সফটওয়্যার Adobe InDesign এবং Adobe Lightroom। তবে এগুলো তুলনামূলক আরো এডভান্স লেভেলের কাজ করার জন্য ব্যবহার করা হয়।

আপনি ইচ্ছে করলে এডোবির বাইরে CorelDraw বা কোয়ার্ক এক্সপ্রেসের মতো সফটওয়্যারগুলোর ব্যবহার শিখতে পারেন। তবে প্রফেশনাল মানের কাজ করার জন্য আপনাকে সব ধরনের সফটওয়্যারের ওপরই বিস্তর ধারণা রাখতে হবে।

এবার আসি কালারের প্রসংঙ্গে

একজন আর্টিস্টের জন্য যেমন কালার কম্বিনেশন জ্ঞান আবশ্যক তেমনি গ্রাফিক্স ডিজাইনের জন্যও আপনাকে কালার সাইকোলজি সম্পর্কে জানতে হবে। কোন রং কি ভাব প্রকাশ করে এবং কোন রং মানুষের (বা এলিয়্যানের) মনে কি অনুভুতির জন্ম দেয় তা আপনাকে জানতে হবে। কারণ কালারের যে সাইকোলজি আছে, মুড আছে, ফিলিংস আছে, বিহেভিয়ার আছে, RGB, CMYK, Hue, Saturation সেগুলা মাথায় রাখতে হবে। আবার কোন কালার প্রেসে গেলে নস্ট হয়ে যাবে কিন্তু ওয়েবসাইটে ফুটে উঠবে সেগুলা নিয়ে একটু জানতে হবে।

আরো জানতে হবে টাইপগ্রাফি সম্পর্কে।

অনেক ডিজাইনেই লেখা ব্যবহারের প্রয়োজন পড়ে, সেই লেখাগুলোর ফন্ট কি হবে, কোন ধরনের টাইপোগ্রাফি কি ভাব প্রকাশ করে, বিভিন্ন সাইজের স্ক্রীনে ইউজার ঠিকমত পড়তে পারবে কিনা জানতে হবে । ভালো ডিজাইনার হতে হলে টাইপগ্রাফি সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকতে হবে।

এছাড়া আপনাকে আরো কিছু বিষয় সম্পকে জানতে হবে। যেমন, এলিমেন্ট, কম্পোজিশন, পয়েন্ট, লাইন ও শেইপ, স্পেস, ব্যালান্স, রিদম ও কন্ট্র্যাস্ট, স্কেল, গ্রিড ও অ্যালাইনমেন্ট, ফ্রেমিং, টেক্সচার ও প্যাটার্ন, ভিজ্যুয়াল কনসেপ্ট ইত্যাদি।

প্রোফেশনাল কের্সের মাধ্যমে টাইপোগ্রাফি, লাইন, শেইপ, কালার, টেক্সচার, প্যাটার্ন, গ্রিড, ভিজ্যুয়াল কনসেপ্ট প্রভৃতি নীতিগুলোর সুষ্ঠু ব্যবহার একটি ডিজাইনকে প্রফেশনাল রুপ দিতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনারের সেলারি কেমন?

একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে যেকোনো ইন্ডাস্ট্রির যেকোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে আপনার জন্য। তবে সাধারণত কয়েক ধরনের প্রতিষ্ঠানে এ কাজের চাহিদা বেশি। যেমনঃ

  • মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং এজেন্সি
  • মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি
  • টেলিভিশন ও ব্রডক্যাস্টিং কোম্পানি
  • প্রিন্টিং হাউস
  • প্রকাশনী সংস্থা ইত্যাদি।

কাজ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী একজন গ্রাফিক্স ডিজাইনারের আয় বিভিন্ন অঙ্কের হতে পারে। এন্ট্রি লেভেলে এ পেশায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শুরু থেকেই ৳২০,০০০ – ৳৪০,০০০ আয়ের সুযোগ রয়েছে।

আপনি যদি অধিকাংশ সময় নিজে নিজে কাজ করা পছন্দ করেন, তাহলে গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করার কথা বিবেচনা করতে পারেন। এক্ষেত্রে কাজ বাছাই করার স্বাধীনতা পাবেন। এবং ঘরে বা নিজস্ব অফিসে বসেই আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিংয়ে আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়। বিশেষ করে শুরুর দিকে কাজ পাওয়া কঠিন হয় বলে অনেকে কম পারিশ্রমিকে কাজ নেন। আপনার জন্য পরামর্শ হলো, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খোলার আগেই ভালোভাবে কাজ শিখুন আর পোর্টফোলিও বানিয়ে নিন। তাহলে কাজ পাওয়া যেমন তুলনামূলকভাবে সহজ হবে, তেমনি ভালো পরিমাণ পারিশ্রমিকও দাবি করতে পারবেন।

টুলস ব্যবহার জানার সাথে সাথে আপনাকে ক্রিয়েটিভিটির চর্চা করতে হবে। শুধু সফটওয়্যারের ইউজ করে নয়, বরং ক্রিয়েটিভ চিন্তা দিয়ে একটা ডিজাইন বের করে আনেন একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার।

আমরা এখন কিছু অনলাইন কোর্স দেখবো, জানবো কোন কোর্সে কি শেখানো হচ্ছে এবং আপনি সহজেই কিভাবে শিখে নিতে পারেন গ্রাফিক্স ডিজাইন।

প্রথমেই আসি Rubab’s Digital এর Fundamentals of Graphic Design কোর্সে।

Rubab’s Digital এর Fundamentals of Graphic Design কোর্স থেকে আপনি ডিজাইন থিওরি,কালার থিওরি, ডিজাইনের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো যেমন এলিমেন্ট, কম্পোজিশন, পয়েন্ট, লাইন ও শেইপ, স্পেস, ব্যালান্স, রিদম ও কন্ট্র্যাস্ট, স্কেল, গ্রিড ও অ্যালাইনমেন্ট, ফ্রেমিং, টেক্সচার ও প্যাটার্ন, ভিজ্যুয়াল কনসেপ্ট, ডিজাইন পোর্টফোলিও টিপস ইত্যাদি সর্ম্পকে বিস্তারিত শিখতে পারবেন।

এই কোর্সটি আসলে কাদের জন্য?

  • ফ্রিল্যান্সিং এ আগ্রহী
  • চাকুরী প্রত্যাশী
  • ছাত্র-ছাত্রী
  • গৃহিণী
  • গ্রাফিক্স ডিজাইনে আগ্রহী যে কেউ

কোর্সের জন্য কী কী দরকার?

  • গ্রাফিক্স ডিজাইন নিয়ে
  • প্রাথমিক ধারণা
  • আঁকাআঁকি করতে জানলে ভালো (তবে আবশ্যক নয়)
  • পেন/পেন্সিল
  • স্কেচবুক
  • নোটবুক
  • কম্পিউটার/মোবাইল/ট্যাবলেট
  • ইন্টারনেট কানেকশন (ব্রডব্যান্ড হলে ভালো)
  • মোটামুটি ইংরেজি বুঝতে পারা

Course Content গুলো হল:

  • Course Overview
  • Fundamentals of Imagemaking
  • Fundamentals of Typography
  • Fundamentals of Shape and Color
  • Fundamentals of Composition
  • Continuing your graphic design studies Course Overview
  • Fundamentals of Imagemaking
  • Fundamentals of Typography
  • Fundamentals of Shape and Color
  • Fundamentals of Composition
  • Continuing your graphic design studies

এসকল শিরোনামের আন্ডারে থাকছে অনেক ভিডিও যা আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবে।

Rubab’s Digital এর Fundamentals of Graphic Design কোর্সটির ইনিস্ট্রেক্টর হিসাবে থাকছেন Michael Worthington. তিনি 1995 সাল থেকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টসে শিক্ষকতা করেছেন।

এছাড়া Michael Worthington Counterspace এর সহযোগী প্রতিষ্ঠাতা। তার সাম্প্রতিক বই ডিজাইনের মধ্যে রয়েছে A New Sculpturalism, Made in L.A. 2012. তার কাজ ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে এবং বেলজিয়াম, ইতালি, ইংল্যান্ড, এল সালভাদর, জাপান, ফ্রান্স, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে এবং তিনি কোরিয়া, বেলজিয়াম, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকোতে বক্তৃতা দিয়েছেন।

তিনি California Design Biennial, AIGA এবং ADC-এর বিচারক ছিলেন। তার লেখা Eye, Print, Slanted এবং Threaded ম্যাগাজিন এবং বিভিন্ন ডিজাইন বইতে প্রকাশিত হয়েছে।

সুতারং, বুঝতেই পারছেন যে, Michael Worthingto একজন সত্যিকারের প্রোফেশনাল মেন্টর। আর সেই সাথে আপনারা কোর্স শেষ করলে পাবেন ইন্টারন্যাশনাল সাটিফিকেট যা আপনার সিভি অথবা পোর্টফোলিওকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।

তাই যদি সত্যই একজন ভালো মানের ডিজাইনার হতে চান, তাহলে যোগাযোগ করুন রুবাবস ডিজিটাল এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রয়োজনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার মধ্যে Rubab’s Digital হটলাইন নাম্বার +88 01707 070 835, +88 02477 760 850 যোগাযোগ করুন।

এবার আসি Bohubrihi Technologies Ltd. এর Graphic Design Fundamentals কের্সে কি কি শেখানো হচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এ কোর্সে আপনি ডিজাইনের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো জানবেন। এবং মজার কিছু অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন।

কোর্সটিতে আপনি শিখবেন, গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন টাইপ, বিভিন্ন সময়ের স্টাইল নিয়ে জানবেন ধারণা পাবেন ডিজাইন এলিমেন্ট নিয়ে, কম্পোজিশন নিয়ে। ডিজাইন এলিমেন্টগুলো ভিউয়ারের মধ্যে কেমন অনুভূতি তৈরি করতে পারে, সে সম্পর্কেও ধারণা পাবেন। সর্বপরি প্রফেশনাল ডিজাইনের প্রসেস জানবেন।

এই কোর্সটি আসলে কাদের জন্য?

  • গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান এমন যে কেউ।

কোর্সের জন্য কী কী জানা দরকার?

  • গ্রাফিক্স ডিজাইন নিয়ে প্রাথমিক ধারণা
  • আঁকাআঁকি করতে জানলে ভালো (তবে আবশ্যক নয়)
  • কোর্সের জন্য কী কী লাগবে?
  • পেন/পেন্সিল
  • স্কেচবুক
  • নোটবুক
  • কম্পিউটার/মোবাইল/ট্যাবলেট
  • ইন্টারনেট কানেকশন (ব্রডব্যান্ড হলে ভালো)

কারিকুলাম গুলো হল:

  • A graphic designer’s version of “Sapiens”
  • Fury Road
  • End of the Road

এসকল শিরোনামের আন্ডারে থাকছে বিভিন্ন ভিডিও যা আপনাকে ব্যাসিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের গ্রাফিক্স ডিজাইনের সম্পুর্ণ ধারণা দিবে।

এছাড়া আছে User Feedback.

কোর্সটির ইনস্ট্রেক্টর হিসাবে থাকছেন Fahad Rahman। বর্তমানে তিনি ফাউন্ডার, মেম্বার এবং Chief Architect হিসাবে Point Blank Design Studio -তে কর্মরত আছেন।

ফাহাদ রহমান 2017 সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করার পর চাকুরীতে যোগদান করেন। দিনে একজন স্থপতি এবং রাতে একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার এবং ভিজ্যুয়াল আর্টিস্ট হিসাবে তার কাজ শুরু করেন। 8 বছরেরও বেশি অভিজ্ঞতা সহ ছাত্রজীবন থেকেই একজন গ্রাফিক্স আর্ট এবং ডিজাইনে পারদর্শী হওয়ায় তিনি সফল ভাবেই তার ক্যরিয়ারে সামনের দিকে আগাতে থাকেন। বর্তমানে তিনি এখন পয়েন্ট ব্ল্যাঙ্ক ডিজাইন স্টুডিও নামে একটি ডিজাইনিং এজেন্সির প্রতিষ্ঠাতা। একজন আর্কিটেকচার গ্র্যাজুয়েট এবং একজন স্ব-শিক্ষিত গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কারণে তার এজেন্সির বিশেষত্ব হল এটি যেকোন ধরনের ডিজাইনের জন্য আর্টওয়ার্ক এবং ব্র্যান্ডিং থেকে শুরু করে স্থাপত্য পর্যন্ত সবকিছু নিয়েই কাজ করে থাকে।

এছাড়া তিনি একটি USA ভিত্তিক অনলাইন পোশাক মার্কেটপ্লেস gop.shop-এর ক্রিয়েটিভ ডিজাইনের প্রধান হিসাবেও কাজ করছেন।

সুতারং, বুঝতেই পারছেন যে ফাহাদ রহমান একজন সত্যিকারের প্রোফেশনাল।

একজন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে Graphic Design Fandamental কোর্সটিতে সরাসরি এনরোল করুন অথবা ঘুরে আসুন বহুব্রীহি এর ওয়েবসাইট থেকে এবং প্রয়োজনে সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ওয়েবসাইটে দেওয়া হটলাইন নাম্বারে ফোন করুন।

এবার আসি টেন মিনিট স্কুলের গ্রাফিক্স ডিজাইন কোর্সে

সাদমান সাদিকের পরিচালনায় টেন মিনিট স্কুল Graphic Designing with Photoshop শিরোনামের এই কোর্সটি চালু করেছে।

এখান থেকে আপনারা শিখতে পারবেন Adobe Photoshop- এর বিভিন্ন টুল ও ফিচার ব্যবহার করে লোগো ডিজাইন, অ্যাড ডিজাইন, ফটো এডিট সহ বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন রকম ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার কনটেন্ট, যেমন: সোশ্যাল মিডিয়া পোস্টার, লোগো, ব্যানার, ফ্লায়ার ইত্যাদি ডিজাইন করা

এছাড়াও থাকছে গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিং অথবা প্রজেক্ট-বেসড কাজের মাধ্যমে উপার্জন করার কৌশল।

কোর্সটি কাদের জন্য?

যারা Adobe Photoshop ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, যারা কম খরচে এবং অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী। এবং যারা Photoshop দিয়ে লোগো, অ্যাড ইত্যাদি ডিজাইনের মাধ্যমে উপার্জন শুরু করতে চান।

কোর্সে কি কি থাকছে?

  • ফটোশপ এর বেসিক
  • ফটোশপ ট্রেইন উইথ টুলস
  • প্রাক্টিক্যাল গ্রাফিক্স ডিজাইন
  • রিসোর্স ফাইল

এখানে আছে ৩৭টি ভিডিও এবং ২৯টি এক্সারসাইজ ফাইল। এছাড়াও এখানে থাকছে বিভিন্ন টুলস এর লিস্ট যাতে করে আপনি সহজে আপনার পছন্দের টুলটি সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখান থেকে পাচ্ছেন একটি সার্টিফিকেট।

কোর্সটির ইন্সট্রাক্টর সাদমান সাদিক গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য ফটোশপের বেসিক ধারণা থেকে শুরু করে এর টুলস ব্যবহার করে ডিজাইনিং শিখিয়েছেন। আপনি যেন খুব দ্রুত মার্কেটের চাহিদা অনুযায়ী ডিজাইন করতে পারেন, তা নিশ্চিত করতে ইন্সট্রাক্টর কিছু প্র্যাক্টিকাল গ্রাফিক্স ডিজাইনও শিখিয়েছেন।

এবার ইন্সট্রাক্টর সম্পর্কে কিছু কথা বলি।

আগেই বলেছি এখানে ইন্সট্রাক্টর হিসেবে আছেন সাদমান সাদিক। সাদমান সাদিক হচ্ছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের ছোট ভাই । বড় ভাইয়ের মতই তিনিও একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তিনি “স্টুডেন্টস হ্যাক” নামক একটি বইয়ে্র সহ-লেখক যা ২০১৯ সালে জাতীয় বই মেলার সবচেয়ে বেশি বিক্রিত বই। তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট দিয়ে থাকেন। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন টিপস দিয়ে থাকেন তার ভিডিওতে।

তাই কম খরচে এবং অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে টেন মিনিট স্কুলের Graphic Designing with Photoshop কোর্সটিতে এখনি এনরোল করুন।

বর্তমানে টেন মিনিট স্কুল গ্রাফিক্স ডিজাইন কোর্সটির ওপর 10% ডিসকাউন্ট অফার চলছে। ডিসকাউন্টটি অফারটি পেতে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে যেয়ে আপনার ফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করার পর পেমেন্ট পেজে আপনার পছন্দ মত পেমেন্ট মেথড সিলেক্ট করার পর প্রোমো কোড নামে একটি অপশন আসবে সেখানে এই AFFGDP10 প্রোমো কোডটি বসাবেন। তারপর পেমেন্ট করবেন। অফরটির সময়সীমা হচ্ছে 31-10-2022 তাই অফারটি পেতে আজই কোর্সটি কিনতে পারেন। এবং কোর্সটি শেষ করার পর হয়ে উঠুন একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউ এর Professional Graphic Design কোর্স।

একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে মানসম্পন্ন কারিকুলামে প্রশিক্ষণের পাশাপাশি প্রজেক্ট ভিত্তিক কাজের অভিজ্ঞতা আর মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন । তাই এসব কিছুই একসাথে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কোর্স মডিউলে। গ্রাফিক্স ডিজাইন কোর্স থেকে আপনি অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে যেকোনো বিজ্ঞাপন, ব্যানার, টি-শার্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন করতে শিখবেন। তাছাড়াও প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য পাচ্ছেন আধুনিক ল্যাব ব্যবহারের সুযোগ। এভাবে কোর্সটি শেষ করলে, আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা থাকবে, যা মার্কেটপ্লেসে দ্রুত সফলতা অর্জনে সহায়ক হবে।

কোর্স কারিকুলাম হলো:

  • Professional Presentation
  • Raster To Vector
  • Invoice Template Design
  • Letterhead Design
  • Brochure Layout
  • Logo Design
  • Desk & Wall Calendar Design
  • Product Packaging
  • Certificate Template Design
  • T-Shirt Design
  • Resume & Cover Letter Design
  • Landscape Design
  • Image Clipping
  • Neck Joint
  • Banner / Poster Design
  • Magazine Design
  • Web Banner Design
  • Web UI Design

৬মাস মেয়াদী এই কোর্সে থাকছে ৪৮ টি ভিডিও যেখান থেকে আপনারা শিখবেন Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, Adobe XD, Microsoft Office PowerPoint ইত্যাদি সফটওয়্যার।

এই কোর্স শেষে যে সকল পজিশনে জব করতে পারবেন

  • Graphics Designer
  • Creative Executive
  • Creative Director
  • Logo Designer
  • Photoshop Artist
  • Brand Promoter
  • UI Designer And Related Occupations

তাই আর দেরি কেনো? গ্রাফিক্স ডিজাইনের সার্টিফাইড কোর্সে এনরোল করতে আজই বেছে নিন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট -এর Professional Graphic Design কোর্স।

গ্রাফিক্স ডিজাইনের পরবর্তি কোর্সটি হচ্ছে লার্নিং বাংলাদেশ এর Graphic design Bootcamp

Graphic Design Bootcamp শিরোনামের এই কোর্সটি লার্নিং বাংলাদেশ থেকে ইয়াহিয়া সোহেল এর পরিচালনায় চালু করা হয়েছে।

কোর্সটি কাদের জন্য?

যাদের গ্রাফিক্স ডিজাইনের প্রতি আগ্রহ আছে, একটু আধটু ছবি আঁকতে পারে তাদের জন্য এই কোর্সটি পার্ফেক্ট। এখানে ব্যাসিক থেকে শেখানো হয় এজন্য গ্রাফিক্স ডিজাইনের ব্যাসিক না জানলেও চলবে তবে কম্পিউটারের ব্যবহার জানতে হবে। সৃষ্টিশীল মন থাকতে হবে এবং ধৈর্য্য শক্তি ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

কোর্স কারিকুলামঃ

এই কোর্সটি মূলত তিন ভাবে সাজানো হয়েছে-

  • ডিজাইন বেসিক,
  • সফটওয়্যার মাস্টারিং, এবং
  • ইন্টার্নশীপ ও ফ্রিল্যান্সিং মাস্টারক্লাস।

তাদের মতে ব্যাসিক না জানলে আপনি শুধু টুল অপারেটর। আর ইন্টার্নশীপ না করলে আপনার শেখাটা শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এবং ফ্রিল্যান্সিং টা হাতে কলমে না শিখলে আপনার কাজ করতে আসুবিধা। তাই তারা তাদের এই কোর্সটা এভাবে সাজিয়েছেন।

এবার আসি ইন্সট্রাক্টর প্রসঙ্গে,

ইয়াহিয়া সোহেল, এখনো নিজেকে এই সেক্টরের একজন ছাত্রই মনে করেন। অথচ তার হাতে তৈরী ছাত্র-ছাত্রীদের মধ্যে দু’জন লোগো ডিজাইনে Fiverr Marketplace-এ Top Rated Seller. এছাড়াও দেশের অসংখ্য সফল ফ্রিল্যান্সারদের কারিগর তিনি। কাজ করেছেন ক্রিয়েটিভ আইটি, ইউজারহাবের মত প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন ও সফটওয়্যার ট্রেইনার হিসেবে। এছাড়াও বাংলাদেশ সরকারের Learning & Earning Development Project-LEDP তে দুইবার কাজ করেছেন Project Coordinator হিসেবে। বাংলাদেশ ব্যাংকের SEIP Project-এও কাজ করেছেন অনেক দক্ষতার সাথে। তৈরী করেছেন অসংখ্য ফ্রিল্যান্সার। আমাদের দেশে যে ক’জন ট্রেইনার ডিজাইনের ব্যকরণ মেনে গ্রাফিক্স ডিজাইন শেখান তিনি তাদের মধ্যে প্রথম সারির।

এই কোর্সটির শেষে থাকছে সার্টিফিকেট যা আপনি আপনার পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবেন।

তাই লার্নিং বাংলাদেশ এর Graphics Design Bootcamp এনরোল করে শিখে নিন গ্রাফিক্স ডিজাইন এবং গড়ে নিন ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার।

শিখবে সবাই হচ্ছে আরেকটি গ্রাফিক্স ডিজাইন শেখার ভালো মাধ্যম

শিখবো সবাই প্রতিষ্ঠানটি কম্বো – গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইন শিরোনামে একটি কোর্স চালু করেছে।

শিখবে সবাই এর কোর্সটি সাজানো এমনভাবে যাতে করে প্রতিটি সেক্টরের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে কাজ করতে পারেন। এখানে একই সাথে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন শেখানো হবে।

কোর্সটি যাদের জন্য

এই কোর্সটি করতে পারেন একজন শিক্ষার্থী, একজন গৃহিণী, একজন চাকুরিজীবী এমনকি একজন উদ্যোক্তা।

কোর্স কারিকুলাম

  • এডোব ইলাস্ট্রেটর, এডোব ফটোশপ এবং
  • এডোব এক্সডি সফটওয়্যার
  • প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন
  • বেসিক ফটো এডিটিং, ক্লিপিং পাথ
  • বিজনেস কার্ড, লেটারহেড, পোস্টার, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিউর, প্যাকেজিং ডিজাইন, সিভি ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদি।

এছাড়া চলবে এক মাস ব্যাপী ফ্রিল্যান্সিং সেশন যেখানে সবচেয়ে জনপ্রিয় দুইটি মার্কেটপ্লেস ফাইভার এবং আপওয়ার্ক প্র্যাক্টিকালি শেখানো হবে। প্রজেক্ট ভিত্তিক লার্নিং এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং এ প্রবেশের আগেই তাদের পোর্টফলিও তৈরি করে নেয়া হবে।

এছাড়াও এখানে থাকছে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ভিত্তিক লাইভ সাপোর্ট।

ইন্সট্রাক্টর সম্পর্কে বলি,

এখানে মেন্টর, ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন রবি খান। একজন দক্ষ এবং প্রতিভাবান গ্রাফিক্স এন্ড ইউআই মেন্টর রবি খান। তিনি এ পর্যন্ত প্রায় ৭০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়েছেন। উনার শিক্ষার্থীরা সফলতার সাথে বিভিন্ন অনলাইন এবং অফলাইন মার্কেটপ্লেসে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষনের পাশাপাশি তিনি নিজেও একজন নিয়মিত ফ্রিল্যান্সার। কাজ করেন ফাইভার এবং আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসগুলোতে।

তাই একই সাথে গ্রাফিক্স ও ওয়েবডিজাইন শিখতে এখনি এনরোল করুন শিখবে সবাই এর Graphic and Web Design কোর্সে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top