ইংরেজি গ্রামার শেখার সহজ কিছু উপায়

আমরা সবাই জানি ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। চাকরি ক্ষেত্রে কিংবা ফ্রিল্যান্সিং অথবা হোক সেটা হায়ার স্টাডিজ এর জন্য বিদেশ যাওয়া, সবক্ষেত্রেই ইংরেজি জানা দরকার।

আর ইংরেজি শেখার শর্তই হচ্ছে শব্দের অর্থ গুলো জানার সাথে সাথে ইংরেজি গ্রামার জানতে হবে।

কিন্তু আপনার মনে হতে পারে ইংরেজি গ্রামার শেখার সবচেয়ে সহজ উপায় কি?

ইংরেজি গ্রামার শেখার জন্য ইউটিউবে আছে বিভিন্ন ভিডিও। এছাড়া বাজারে বিভিন্ন ধরণের গ্রামার শেখার বই আছে, অনলাইনে আছে পিডিএফ। এছাড়াও আছে বিভিন্ন অনলাইন বা অফলাইন ইংরেজি কোর্স যার মাধ্যমে সহজেই গ্রামার শিখতে পারবেন।

আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করবো ইংরেজি গ্রামার শেখার সহজ কিছু কৌশল নিয়ে, ইংরেজি গ্রামার শেখার ধারাবাহিকতা, এর জন্য ভালো বই বা pdf এবং কিছু কোর্স নিয়ে। এছাড়াও দেবো কিছু ইউটিউব ভিডিও সাজেশন যার মাধ্যমে সহজেই ইংরেজি শিখতে পারবেন।

এই আর্টিকেলটি ইংরেজি গ্রামার শেখার জন্য একটা সম্পুর্ণ গাইডলাইন। তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

তো চলুন শুরু করি।

স্কুল-কলেজ থেকেই তো গ্রামার শেখা যায়। এর জন্য কি আবার আলাদা কোনো উপায় খোঁজা লাগে?

অনেকেই হয়ত এমন প্রশ্ন করতে পারেন। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন- স্কুল কলেজে শেখা সবকিছু কি আপনার মনে আছে?

হ্যা, এটা ঠিক যে আমাদের ইংরেজির হাতে খড়ি স্কুল কলেজ থেকেই হয়। কিন্তু স্কুল-কলেজে শেখা বেশিরভাগ জিনিসই চর্চার অভাবে ভুলে যেতে হয়। ইংরেজি গ্রামারও এর ব্যতিক্রম না।

এইতো কিছুদিন আগের কথা, এক বড়ভাই আমার কাছে এসে বললো তার নাকি এখন আবার নতুন করে গ্রামার শেখার দরকার লাগছে বিদেশী ক্লাইন্টদের সাথে যোগাযোগের জন্য। স্কুল কলেজে শেখা গ্রামারের অনেক কিছুই মনে নেই, প্রচুর গ্রামাটিক্যাল ভুল হয়।

এটা শুধু ভাইয়াটার সমস্যা না। আমরা যারা পড়াশুনার গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্র চলে এসেছি তারা বেশিরভাগই গ্রামার ভুলে গেছি। নতুন করে আবার শেখার প্রয়োজন পড়ছে।

ইংরেজি গ্রামার শেখার বই এবং পিডিএফ

গ্রামার শেখার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বই পড়া।

বাজারে গ্রামার শেখার জন্য বিভিন্ন বই আছে। সেগুলো থেকে আপনি বেশ ভালোভাবে গ্রামারের ধারণা পাবেন।

কিন্তু আপনি যদি একেবারে ব্যাসিক থেকে গ্রামার শিখতে চান তো আমি আপনাকে সাজেস্ট করবো প্রথমেই ক্লাস থ্রি থেকে এইটের ইংরেজি টেক্সট বইগুলো পড়তে। এখানে খুব সহজে ব্যাসিক গ্রামারগুলো দেওয়া আছে।

এবার আসি কিছু বই এবং পিডিএফ সম্পর্কে_

100 Common Mistakes in English- Shahnawaz Hossain Jay

যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না তাই ইংরেজিতে কথা বলার সময় গ্রামাটিক্যাল ভুল একটা স্বাভাবিক বিষয়। ইংরেজিতে আমরা বাংলাদেশীরা কিছু ভুল করে থাকি যার অধিকাংশই আমরা অন্যের শুনে বা দেখে ( যেমনঃ সিনেমা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি) শেখা।

এই বইটিতে লেখক Grammatical ভুল ছাড়াও Formal এবং Informal ইংরেজির তুলনামূলক ব্যবহার দেখানোর চেষ্টা করেছেন যেখানে Formal ইংরেজি ব্যবহারকে উৎসাহিত করেছেন যেন তা আমাদের শ্রেণিকক্ষ, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যেকোনো ধরনের Writing এবং Speaking-এর জন্য গ্রহণযোগ্য হয়।

বইটি কাদের জন্য

  • চাকরিজীবী, যাদের মাঝে মাঝেই বা দৈনিকই ইংরেজিতে কথা বলা লাগে।
  • যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা রাখে
  • যারা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করে
  • যারা IELTS এর জন্য তৈরি হচ্ছেন
  • যারা ইংরেজি ব্লগিং করেন

10 মিনিট স্কুলের বুক স্টোরে এই বইটি পেয়ে যাবেন পিডইএফ ভার্সন।

বইটি কেনার জন্য 10 মিনিট স্কুলের ওয়েবসাইট এর লিঙ্কে যান। “বইটি কিনুন” বা ইংরেজিতে হলে “Buy Now” বাটনে ক্লিক করুন। 10 মিনিট স্কুলে আপনার একাউন্ট লগইন করা না থাকলে মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার পর আপনার একাউন্ট থেকে থাকলে সেখানে “আপনার বইসমূহ” সেকশনে বইটি চলে আসবে। আরো বিস্তারিত 100 Common Mistakes in English লিঙ্কে। 

Essential Grammar in use- Raymond Murphy

সারাবিশ্বে ইংরেজি শিক্ষার জন্য জনপ্রিয় বইগুলাের মধ্যে এই বইটি থাকবে। রেয়মন্ড মর্ফি লিখিত এই বইটি ১৯৯০ সালে প্রকাশের পর থেকে প্রায় ১০ কোটি ইংরেজি শিখতে ইচ্ছুক ব্যক্তি বইটি দ্বারা উপকৃত হয়েছেন। এই বইটিতে যেমন ইংরেজি ভাষার কঠিন নিয়মগুলােকে একদম সহজে উপস্থাপন করা হয়েছে, তেমনি এতে রয়েছে প্রচুর চর্চা করার সুযােগ। বলা হয়ে থাকে Grammar থাকে, Practice makes a man perfect. ভাষা শেখার ক্ষেত্রে এটি আরাে বেশি জরুরি।

ভাষা একটি ব্যাবহারিক বিষয়, শুধু ব্যাকরণের নিয়ম মুখস্ত করলেই হবেনা। তাই চর্চা করার জন্য এই বইটিতে রয়েছে বিশেষ ব্যবস্থা৷ এই বইটিতে বাম পাতায় রয়েছে ইংরেজি ব্যাকরণের নিয়মগুলাের সহজ উপস্থাপন, আর ডান পাতায় রয়েছে প্রাকটিস প্রবলেম। তাই প্রতিটা টপিকের পর আপনি বইয়ের সমস্যাগুলাে সমাধান করে ফেললেই সেই বিষয়টি সম্পূর্ণ আয়ত্ব করতে পারবেন।

গুগলের জরিপে সারাবিশ্বে ইংরেজি শেখার সবচেয়ে জনপ্রিয় বইগুলাের মধ্যে এটি একটি।

নিঃসন্দেহে তাই আপনি ইংরেজি গ্রামার শেখার সবচেয়ে ভালো বইয়ের জন্য এই বইটিকে নির্বাচন করতে পারেন।

বইটির দাম দোকান ও কাগজের কোয়ালিটি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আনুমানিক ভাবে বইটির দাম ১০০-২০০ টাকা হবে। ঢাকার নীলক্ষেত, বাংলাবাজার সহ যেকোন লাইব্রেরীতেই এটি পাওয়া যাবে এছাড়া দারাজ থেকেও অর্ডার করতে পারেন। 

সহজ ভাষায় ইংলিশ গ্রামার- সাইফুল ইসলাম

বইটি সাজানো হয়েছে একদম ব্যাসিক থেকে। সহজ-সাবলীল বাংলা ভাষায় লেখা বইটি মূলত ইংলিশে দূর্বলদের জন্য সাজানো। পর্যাপ্ত উদাহরণ ও এক্সারসাইজ দিয়ে বইটাকে সহজবোধ্য করা হয়েছে।

ব্যাসিক টু এডভান্স পূর্ণাঙ্গ রেফারেন্স বই। সহজ সংগা ও কঠিন টার্মগুলোর শর্টকার্ট নিয়মও দেওয়া আছে।

বইটি পাচ্ছেন রকমারিতে হার্ড কপি হিসেবে।

এছাড়া দারাজেও পাছেন এ বইটি। সাইফুল ইসলাম এর সহজ ভাষায় ইংলিশ গ্রামার এবং মুনজেরীন শহীদ এর সবার জন্য Vocabulary বই দুইটির কম্বো প্যাক থাকছে দারাজে

ইংরেজি গ্রামার শেখার কোর্স

এবার আমি আলোচনা করবো কিছু কোর্স নিয়ে যা আপনি অনলাইনেই পাবেন এবং সহজেই ইংরেজি গ্রামার শিখতে আপনাকে সাহায্য করবে।

English Grammar Crash Course- Sakib Bin Rashid

ইংলিশ গ্রামার ক্রাশ কোর্স শিরোনামের এই কোর্সটিতে ইন্সট্র্যাক্টর সাকিব বিন রশিদ তার স্বভাব মতই মজার ছলে ইংরেজি গ্রামারে বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন।

“English Grammar Crash Course”-এর কোর্স ম্যাটেরিয়ালগুলোর সাহায্যে গ্রামারের কোনো রুলস মুখস্থ না রেখেই বাস্তব জীবনে প্রয়োগ শেখা যাবে। বেসিক ইংরেজি গ্রামার যেমন: Noun, Pronoun, Articles, Right Forms of Verbs, Gerunds, Tense, ইত্যাদি ছাড়াও জটিল বিষয়, যেমন: Modals, Subjunctives, Inclusives, Redundancies ইত্যাদি শিখতে পারবেন সহজ পদ্ধতিতে।

কোর্স সিলেবাস

  • Pre Course Assessment
  • Introduction and structure of sentence
  • Tense
  • Nouns, Articles
  • Other and Subject Verb Agreement
  • Gerunds, Pronouns
  • Learn About “Need” and questions Agreements
  • Mid Course Assessment
  • Conditional Sentences
  • Wish
  • Used To and Would
  • Modals
  • Adjectives, Adverbs
  • Comparison
  • Learn some more
  • Post Course Assessment

মোট ২৫ ঘণ্টার ১০০টি ভিডিও, ১০০ সেট কুইজ ও ১০০টি নোট এর এই কোর্সটিতে নিয়ম মুখস্থ না করে প্র্যাকটিকাল উদাহরণের মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় দেওয়া হয়েছে।

আত্মবিশ্বাসের সাথে Fluently ইংরেজিতে কথা বলা এবং কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়াই ইংরেজি লেখা শিখবেন এখানে।

কোর্সটি কিনতে English Grammar Crash Course  লিঙ্কে যান। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করুন। ফোন নম্বর দিয়ে লগইন করে বিকাশ পেমেন্ট করুন। কোর্সের লিঙ্কে আরো ডিটেইলস পাবেন। একটি ভিডিও এর মাধ্যমে কোর্সটি কেনার গাইডলাইন দেওয়া আছে।

ইংলিশ ফর এভ্রিওয়ান- বনানী ব্রাঞ্চ

শিখবে সবাই নিয়ে এসেছে ইংরেজি শেখার এই কোর্সটি যার মেন্টর হিসেবে থাকছেন গাজি ওয়াফা আকবর। কোর্সের একদম শুরুতেই থাকবে গ্রামার। ইংলিশ মিডিয়াম স্কুলের এই শিক্ষিকা এই কোর্সটিতে লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শেখাবেন noun, pronoun, verbs, phrase, sentence এর মতো বিষয়গুলো।

সম্পূর্ণ প্র্যাকটিকালি পড়ানো হবে সকল বিষয়গুলো, এতে করে শিক্ষার্থীরা খুব সহজেই এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রতিটি বিষয় জব সেক্টর, পড়াশুনা এবং ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্ক তৈরি করে শেখানো হবে যাতে করে যে কেউ এই সকল সেক্টরগুলোতে ভালোভাবে কাজ করতে পারেন।

কোর্স কারিকুলাম

48 ঘন্টা ক্লাস আওয়ার্স ও ২৪টি লেকচার সম্বলিত এই কোর্সটির সিলেবাসে থাকছে:

  • GRAMMAR
  • SPEAKING
  • WRITING
  • LISTENING
  • VOCABULARY

প্রতি রবিবার ও বুধবার রাত ৮টা – ১০টায় অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ইংরেজি শেখানো হবে। এছাড়াও পাবেন ২৪/7 অনলাইন সাপোর্ট।

কোর্সটি কিনতে ইংলিশ ফর এভ্রিওয়ান কোর্সটির লিঙ্কে যান। “ভর্তি হন” বাটনে ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন। আগে থেকে একাউন্ট থেকে থাকলে ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। কোর্স ফি পেমেন্ট করে ভর্তি সম্পন্ন করুন। একটা কনফার্মেশন মেইল আসবে। আরো বিস্তারিত তথ্য পাবেন কোর্সে লিঙ্কে।

ইউটিউব ভিডিও

এবার আসি কিছু ইউটিউব ভিডিওতে। নিচে কিছু ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া হলো যার মাধ্যমে আপনারা ইংরেজি গ্রামার শিখতে পারবেন। 

প্রিয় পাঠক,

আশা করি ইংরেজি গ্রামার শেখার এই আর্টিকেলটি আপনাদের কাজে আসবে। ক্যারিয়ার ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন।

ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য। ইংরেজি গ্রামারের এই আর্টিকেলটি আপনার কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানান। আর কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার।

আল্লাহ হাফেজ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top