কোথায় ডিজিটাল মার্কেটিং শিখব?

মার্কেটিং শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ব্যাবসা এর সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যখন ডিজিটাল মার্কেটিং কথাটা আসে অনেকেই যারা জানিনা, ভাবি এটা আবার কি? মার্কেটিংয়ের নতুন কোনো পদ্ধতি নাকি?

হ্যাঁ, কিছুটা সেরকমই বলা যায়। এক্ষেত্রে মানুষের বাড়িতে বাড়িতে, দোকানে-বাজারে, রাস্তাঘাটে বা গাড়িতে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য ঘোরার প্রয়োজন নেই। সহজেই বাড়িতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পণ্যটির মার্কেটিং করতে পারবেন।

ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে কত দিন সময় লাগবে

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ডিজিটাল মার্কেটিং এর খুটিনাটি বিষয় যেমন, ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার, ডিজিটাল মার্কেটিং এর চাকরীর সুবিধা কি, এবং কিভাবে আপনারা সহজেই এটা শিখতে পারবেন। সাথেই আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর কিছু কোর্স নিয়ে।

বিশ্ব প্রতিনিয়ত উন্নত হচ্ছে সাথেই আমাদের ব্যাবসা-বাণিজ্যের ধরণেও পরিবর্তন হচ্ছে। ডিজিটাল মার্কেটিং সেই পরিবর্তনেরই একটি ছবি।
তো চলুন, জানা যাক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত।

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল কোনো যোগাযোগ মাধ্যম যেমন মোবাইল, রেডিও, টেলিভিশন বিশেষত ইন্টারনেট ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানোর প্রক্রিয়াকেই ডিজিটাল মার্কেটিং বলে।

ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা আছেন তাদের মতে এটা দুই প্রকার_

  1. অনলাইন মার্কেটিং
  2. অফলাইন মার্কেটিং

এখন আপনাদের মনে হতে পারে ডিজিটাল মার্কেটিং আবার অফলাইনেও হয়?

আমরা আগেই বলেছি যে ডিজিটাল কোনো ডিভাইস দিয়ে যে মার্কেটিং করা হয় তাই ডিজিটাল মার্কেটিং।

তাহলে এখানে দেখা যাচ্ছে মোবাইল, রেডিও, টেলিভিশন ইত্যাদি ডিভাইস দিয়ে যে মার্কেটিং করা হয় তাই অফলাইন ডিজিটাল মার্কেটিং।

আবার ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে মার্কেটিং করা হয় তাই অনলাইন ডিজিটাল মার্কেটিং।

তবে সাধারণভাবেই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনলাইন ভিত্তিক মার্কেটিং টাই বুঝি। এজন্য আমরা এখানে অনলাইন মার্কেটিং নিয়ে আলোচনা করবো।

ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি

  • এসইও (SEO)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  • পে-পার ক্লিক (PPC)
  • সোশ্যাল মিডিয়া
  • মার্কেটিং (SMM)
  • কনটেন্ট মার্কেটিং (Content Marketing)
  • ই-মেইল মার্কেটিং (Email Marketing)
  • অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
kivabe digital marketing shikbo

এসব ক্যাটাগরির আন্ডারে আবার বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে আছে ফেসবুক মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং ইত্যাদি।

ডিজিটাল মার্কেটিং এ চাকরীর সুবিধা

অনলাইন প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা যেমন দিন দিন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে অনলাইন মার্কেটিং এরও চাহিদা। একজন ডিজিটাল মার্কেটার খুব সহজেই যেকোনো কোম্পানিতে মার্কেটিং সেক্টরে জব পেতে পারেন।

জব সেক্টরগুলো হতে পারে_

  • বিভিন্ন আইটি কোম্পানিতে
  • যেকোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে
  • ফ্রিল্যান্সিং সেক্টর

এছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা রয়েছে।

ডিজিটাল মার্কেটিং এর জন্য কি কি জানতে হয়?

ডিজিটাল মার্কেটিং এর জন্য বিভিন্ন বিষয় জানা প্রয়োজন, যেমন-

  • ডিজিটাল ডিভাইস এর ব্যাবহার
  • ইন্টারনেটের ব্যবহার
  • বিভিন্ন সোস্যাল সাইটের ব্যবহার
  • সোস্যাল একাউন্ট তৈরি করা
  • ই-মেইল তৈরি এবং ব্যবহার

সহজে বলা যেতে পারে আপনি যে ক্যাটাগরিতে মার্কেটিং করতে চান সেই বিষয় সম্পর্কে বিস্তর জ্ঞান।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

ইউটিউবে বর্তমানে মার্কেটিং বিষয়ক অনেক ভিডিও আছে। আপনারা চাইলেই সেখান থেকে ধারণা নিয়ে টুকটাক মার্কেটিং করতে পারবেন। কিন্তু যদি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান ডিজিটাল মার্কেটিং তাহলে আপনাকে অবশ্যই সেভাবে প্রস্তুত হতে হবে। থাকতে হবে এ বিষয়ে বিস্তর জ্ঞান যা ইউটিউব থেকে শেখা সম্ভব নয়।

এর জন্য আছে বিভিন্ন অনলাইন কোর্স যেখান থেকে খুব সহজেই আপনারা শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং।

তো চলুন আলোচনা করি এমনই কিছু অনলাইন কোর্স নিয়ে।

রুবাবস ডিজিটাল এর Fundamentals of digital marketing কোর্স

রুবাবস ডিজিটাল নিয়ে এসেছে আপনাদের জন্য গুগোল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং কোর্স যা আপনারা খুব সহজেই রুবাবস ডিজিটাল এর ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে এনরোল করতে পারবেন। কোর্সের জন্য তারা আপনাকে দিবে সবরকম সুবিধা যাতে কোর্স চলাকালীন কোনো সমস্যায় না পড়তে হয়।

এছাড়া সার্টিফিকেট উত্তলোনের সময় যেকোনো জটিলতায় তারা আপনাকে সহায়তা করবেন।

কোর্সটি থেকে কি কি শিখবেন?

রুবাব’স ডিজিটালের এই কোর্সটি থেকে আপনারা শিখতে পারবেন একটি এন্ট্রি-লেভেল চাকরিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্সের মৌলিক বিষয়গুলি, সার্চ ইঞ্জিন এবং ইমেলের মতো ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার কৌশল। সাথে থাকছে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং ইত্যাদি।

এছাড়া ই-কমার্স স্টোর তৈরি করা, অনলাইন কর্মক্ষমতা বিশ্লেষণ করা এবং গ্রাহকের আনুগত্য বাড়ানো ইত্যাদি শিখতে পারবেন।

কোর্স কারিকুলাম

৪০ ঘণ্টার এই কোর্সটি সাজানো হয়েছে মোট ২৬টি মোডিউলে যা ছোট ছোট ভিডিও এর মাধ্যমে আপনাকে নতুন নতুন স্কিল শিখতে সাহায্য করবে। এছাড়া প্রত্যেকটি ভিডিও এর শেষে থাকছে কুইজ।

সবশেষে ফাইনাল টেস্টের মাধ্যমে পেয়ে যাবেন সার্টিফিকেট। ফাইনাল টেস্টে থাকছে ৪০ টি প্রশ্ন। সার্টিফিকেটটি ডাউইনলোড করে আপনি আপনার সিভিতে যোগ করতে পারবেন।

কোর্স মডিউল

  • The online opportunity 
  • Your first steps in online success
  • Build your web presence
  • Plan your online business strategy
  • Get started with search
  • Get discovered with search
  • Make search for you
  • Be noticed with search ads
  • Improve your search campaign
  • Get noticed locally
  • Help people nearby find you online
  • Get noticed with social media
  • Deep dive into social media
  • Discover the possibilities of mobile
  • Make mobile work for you
  • Get started with content marketing
  • Connect through email
  • Advertise on other websites
  • Deep dive into display advertising
  • Make the most of video
  • Get started with analytics
  • Find success with analytics
  • Turn data into insights
  • Build your online shop
  • Sell more online
  • Expand internationally

ইউরোপের ইন্টারেক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো এবং দ্য ওপেন ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত এই কোর্সের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়গুলি আয়ত্ত করতে পারবেন। তাই গুগোল সার্টিফাইড এই কোর্সটি করতে এখনি ঘুরে আসুন রুবাব’স ডিজিটাল এর ওয়েবসাইট থেকে।

বহুব্রিহী এর Career Track Digital Marketing কোর্স

বহুব্রিহী এর ব্যাচ ভিত্তিক ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে আপনারা শিখবেন মার্কেটিং স্ট্রাটেজি ও মার্কেটিং টুলগুলোর দক্ষ ব্যবহার। তারা ক্যারিয়ার ট্র্যাকের যাবতীয় ম্যাটেরিয়াল বিভিন্ন কোম্পানি ও এজেন্সিতে কর্মরত মার্কেটিং এক্সিকিউটিভ ও ম্যানেজারদের দিয়ে রিভিউ করিয়ে নিয়েছে যেন আপনি ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ট্রেনিং পান।

কোর্স থেকে কি কি শিখবেন?

এই কোর্স থেকে আপনি জানবেন ডিজিটাল মার্কেটিং-এর মূল বিষয়গুলো সম্পর্কে। Buyer Persona বানানো, প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং কেন ও কীভাবে করা হয়, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মাধ্যমে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য স্ট্রাটেজি, ইত্যাদি শিখবেন।

আরো শিখবেন ডিজিটাল মার্কেটিংয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকার জন্য বেশকিছু Productivity Tools এর ব্যবহার।

এছাড়া ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ক্যারিয়ার প্রসপেক্টস, এই ফিল্ডে কাজ খোঁজার জন্য সিভি কীভাবে বানাবেন এবং জব ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি কীভাবে নিবেন সেটা নিয়েও ধারণা পাবেন।

কোর্স কারিকুলাম

ছয় মাসের এই ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামটি এমনভাবে বানানো যেন প্রতিটি ব্যাচের স্টুডেন্টরা ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড লেভেলের যাবতীয় কনসেপ্ট প্র্যাকটিক্যাল প্রজেক্টসহ আয়ত্ত করতে পারে।

কোর্সটিতে থাকছে ১০০+ ঘণ্টার ভিডিও, মেন্টর সাপোর্ট, প্রোজেক্ট রিভিউ এবং ফিডব্যাক, এসাইনমেন্ট, রিয়েল লাইফ প্রোজেক্ট এবং একটি প্রোফেশনাল সার্টিফিকেট। প্রতিটি ব্যআচে আছে ৪০১ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ। এছাড়াও তারা আপনাকে দিবে ২বছরের কন্টেন্ট এক্সেস।

কোর্স মডিউল

  • Digital Marketing Foundation
  • Components of Digital Content
  • Facebook Marketing Tools (Organic)
  • Google Marketing Tools (Organic)
  • Facebook Ads
  • Google Ads
  • Discover More Social Platforms
  • Monetization through Facebook, Google & YouTube
  • Content Marketing
  • SEO (Search Engine Optimization)
  • Email Marketing

এই কোর্সের পুরো ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকবে ডেডিকেটেড একটি ফেসবুক গ্রুপ। একজন ডিজিটাল মার্কেটার সপ্তাহের ৬ দিনে ৪ ঘণ্টা করে অনলাইনে থাকবেন আপনার বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর দেবার জন্য।

এছাড়াও ব্যাচের অন্য স্টুডেন্টদের সাথে লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে সরাসরি আলোচনা করার জন্য থাকবে ফেসবুক গ্রুপের পাশাপাশি একটা মেসেঞ্জার গ্রুপ।

তাই বহুব্রীহি এর এই কোর্সটাতে ভর্তি হতে ক্লিক করুন Career Track Digital Marketing লিঙ্কে।

তাছাড়াও বহুব্রীহি দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি ফ্রি কোর্স । যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ব্যাসিক ধারণা পাবেন।

আমি আপনাকে সাজেশন দেবো ক্যারিয়ার ট্র্যাক কোর্সটিতে ভর্তি হওয়ার আগে ফ্রি এই কোর্সটি সম্পূর্ণ করতে। ক্যারিয়ার ট্র্যাক কোর্সটি আরো সহজ হবে।

টেন মিনিট স্কুলের ফেসবুক মার্কেটিং কোর্স

ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ফেসবুক মার্কেটিং অন্যতম।

বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। দিনদিন এর ব্যবহার বেড়েই চলেছে। আর এই সুযোগটিই কাজে লাগাচ্ছেন ডিজিটাল মার্কেটাররা। শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেই প্রতিমাসে আয় করছেন বেশ মোটা অঙ্কের টাকা।

তাছাড়াও আপনি যদি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হন তাহলে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যাবসাকে আরো শক্তিশালী করে তুলতে পারবেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে।

তাই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ফেসবুক মার্কেটিং এর খুটিনাটি বিষয় নিয়ে এই কোর্সটি যা আপনাকে একজন সফল ফেসবুক মার্কেটার হতে সাহায্য করবে। ফেসবুক প্লাটফর্মে নিজের অথবা অন্য কারো ব্যাবসা ভালোভাবে এগিয়ে নিতে পারবেন কোর্সটির মাধ্যমে।

কোর্স থেকে কি কি শিখবেন?

আয়মান সাদিক ও সাদমান সাদিকের ইন্সট্রাকশনে কোর্সটি থেকে আপনি শিখবেন নিজের ব্যবসার বিক্রি বাড়ানোর কৌশল।

এছাড়া থাকছে নিজের বিজনেসকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর উপায়, নতুন কাস্টমার আকর্ষণ করা ও পুরাতন কাস্টমার ধরে রাখার জন্য উপযুক্ত কন্টেন্ট বানানোর পদ্ধতি।

থাকছে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারের ব্যবহার, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের অর্গানিক রিচ বাড়ানো, ফেসবুক বুস্টিং ও ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া।

কোর্স কারিকুলাম

  • ফেসবুক মার্কেটিং এর হাতেখড়ি
  • মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি
  • কন্টেন্ট মার্কেটিং ও এনগেজমেন্ট
  • ভিডিও কন্টেন্ট এর ইতিকথা
  • ফেসবুকে বুস্টিং
  • সফল ফেসবুক মার্কেটারদের গল্প
  • ব্র্যান্ডিং এর স্পন্সরশীপ

২৫ ঘণ্টার এই কোর্সটিতে থাকছে ৩৬টি ভিডিও এবং ৩৬টি নোট। এছাড়া সাত সেট কুইজ। আর কোর্সটি কমপ্লিট করলে পাচ্ছেন একটি সার্টিফিকেট। এছাড়া অনেক সহজভাবে এবং সম্পূর্ণ বাংলাতে এই কোর্সটি আপনাকে শেখানো হবে। টেন মিনিট স্কুলের ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এখনি  ফেসবুক মার্কেটিং কোর্সটি কিনুন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান।

লার্নিং বাংলাদেশ এর ডিজিটাল মার্কেটিং এর হাতেখড়ি

ডিজিটাল মার্কেটিং এর প্রতিটা চ্যানেল এবং চ্যানেলগুলো ব্যাবহার সম্পর্কে জানার জন্য লার্নিং বাংলাদেশ নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং এর হাতেখড়ি কোর্সটি।

ক্লাইন্ট হোক বা নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি।

এটি আপনাকে ডিজিটাল মার্কেটিং এর মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে এর সব সেক্টর সম্পর্কে ধারণা দিবে।

কোর্স থেকে কি কি শিখবেন?

কোর্সটি থেকে আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ, একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট যা যা থাকা উচিত, ওয়েবসাইটের কনটেন্ট ডেভলপমেন্টে যে বিষয়গুলোর গুরুত্বপূর্ণ।

এছাড়া শিখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল ডিসপ্ল্যে নেটওয়ার্ক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

শিখবেন বিজনেস প্লান, ব্রান্ড প্লান ও মার্কেটিং প্লান। কিভাবে সার্চ ইঞ্জিনে পেইড ক্যাম্পেইন শুরু করা যায়, সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো সেট আপ করে কিভাবে ভাইরাল কনটেন্ট দিয়ে অপটিমাইজ করা যায়, সফল ইমেইল ক্যাম্পেইন তৈরি এবং সর্বশেষে কিভাবে গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং একই সুতোয় নিয়ে আসা যায় এসব কিছুই জানতে পারবেন এই কোর্সটি থেকে।

কোর্স কারিকুলাম

৭৪ টি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি যেখানে আপনি পাবেন আনলিমিটেড ভিডিও এক্সেস। এছাড়া প্রতিটি টপিক্স শেষে রয়েছে কুইজ।

কোর্স কারিকুলামে আছে_

  • ডিজিটাল মার্কেটিং প্ল্যান এবং স্ট্র্যাটিজি
  • ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ
  • ওয়েবসাইটে হাতেখড়ি
  • ওয়েব এনালিটিক্স ফাউন্ডেশন
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • সার্চ এবং ডিসপ্ল্যে মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ভিডিও মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • অনলাইন মার্কেটিং এর অনান্য চ্যানেল
  • এডভান্সড ডিজিটাল মার্কেটিং
  • নেক্সট স্টেপ – ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর হাতেখড়ি কোর্সটির লিঙ্কে গিয়ে Take this course বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ভিসা/মাস্টারকার্ড বা মোবাইল ওয়ালেট বিকাশ/রকেটের মাধ্যমে পেমেন্ট করে কোর্সটি পেয়ে যাবেন।

প্রিয় পাঠক,

আশা করি ডিজিটাল মার্কেটিং এর এই আর্টিকেলটি আপনার কাজে আসবে। ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিভিন্ন তথ্য পেতে আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস বক্সে জানাবেন।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top