সহজে ইংরেজি শেখার জন্য কিছু জনপ্রিয় বই

ইংরেজি বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা। আন্তর্জাতিক যোগাযোগ, একাডেমিক পড়াশোনা এবং চাকরির নানান কারণে জীবনের প্রতিটি ধাপেই এখন ইংরেজির প্রয়োজন হয়। বাজারে তাই ইংরেজি শেখার বইয়ের অভাব নেই। অনেকেই এত বই এর ভিড়ে কোন বইটি ভালো হবে তা জানতে পারেনা। 

আজকে আমরা সহজে ইংরেজি শেখার কিছু বই নিয়ে আলোচনা করব।

ঘরে বসে Spoken English লেখক মুনজেরিন শহীদ

আপনার স্পোকেন ইংলিশে আরো উন্নতি করতে চান ? আপনি কি সবার সামনে ইংরেজিতে কথা বলার আগে দুইবার চিন্তা করেন এবং এই চিন্তা থেকে আপনি বের হয়ে আসতে চান?

আপনি যদি কোনোভাবে এই দুটি প্রশ্নের মধ্যে নিজেকে দেখতে পারেন তাহলে “ঘরে বসে স্পোকেন ইংলিশ” বইটি আপনার জন্য।

আপনি হয়তো আপনার স্পোকেন ইংলিশ-এর সমস্যা নিয়ে চিন্তা করছেন । কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। এইক্ষত্রে কিন্তু আপনি একা নন। আরো অনেক মানুষ স্পোকেন ইংলিশ নিয়ে সমস্যায় আছে। তারা হয়তো প্রচুর ফি দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। কিন্তু দিনশেষে স্পোকেন ইংলিশটা আর শেখা হচ্ছে না। অযথা সময় এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে। মুনজেরিন শহীদের বই “ঘরে বসে স্পোকেন ইংলিশ” বইটি কিন্তু মোটেই এরকম নয়। এত গ্রামার রুলস মুখস্থ না করিয়ে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাস্তবধর্মী উদাহরণ দিয়ে বইটি সাজানো হয়েছে।

বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি আপনার দৈনন্দিন জীবনে খুব সহজেই ইংরেজিটা বলতে পারেন, প্রতি সেকেন্ডে গ্রামারের কথা চিন্তা না করেই। এছাড়াও এই বইটি আপনাকে সম্পূর্ণ নির্দেশনা দিবে কীভাবে আপনি ইন্টারভিউ কিংবা প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলবেন। এবং অবশ্যই বইটি শেষ করার পরে স্পোকেন ইংলিশে আপনি অনেকটা দক্ষ হয়ে উঠবেন।

ঘরে বসে Spoken English

কাদের জন্য এই বইটি?

  • যারা স্পোকেন ইংলিশ শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবো তা বুঝে উঠতে পারছে না।
  • যারা অন্যের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পান।
  • শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না পারার কারণে যারা প্রেজেন্টেশনে ভালো করতে পারছে না।
  • যারা গ্রামার রুলস এর সাহায্য ছাড়াই সহজে ইংরেজি চর্চা করতে চান।
  • যারা IELTS এর স্পিকিং টেস্ট এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তাহলে আর দেরি কীসের ? আজই সংগ্রহ করে ফেলুন “ঘরে বসে স্পোকেন ইংলিশ” বইটি। এছাড়া আপনি যদি মনে করেন আপনি একা একা বইটি থেকে শিখতে পারবেন না তাহলে আপনার জন্য রয়েছে মুনজেরিন শহীদের ভিডিও কোর্স “ঘরে বসে Spoken Englishএই কোর্সটি থেকে আপনি ঘরে বসে Spoken English সহজে শিখতে পারবেন। তাহলে আর দেরি কীসের আজই সংগ্রহ করুন “ঘরে বসে স্পোকেন ইংলিশ বই” অথবা “ঘরে বসে Spoken English কোর্সটি আর সহজে শিখে ফেলুন স্পোকেন ইংলিশ।

Essential Grammar in use by Raymond Murphy

সারাবিশ্বে ইংরেজি শিক্ষার জন্য জনপ্রিয় বইগুলাের মধ্যে এই বইটি থাকবে। রেয়মন্ড মর্ফি লিখিত এই বইটি ১৯৯০ সালে প্রকাশের পর থেকে প্রায় ১০ কোটি ইংরেজি শিখতে ইচ্ছুক ব্যক্তি বইটি দ্বারা উপকৃত হয়েছেন। এই বইটিতে যেমন সহজ সরল ভাষায় ইংরেজি ভাষার কঠিন নিয়মগুলােকে একদম সহজে উপস্থাপন করা হয়েছে, তেমনি এতে রয়েছে প্রচুর চর্চা করার সুযােগ। বলা হয়ে থাকে Grammar থাকে, Practice makes a man perfect. ভাষা শেখার ক্ষেত্রে এটি আরাে বেশি জরুরি।

কারন ভাষা একটি ব্যাবহারিক বিষয়, শুধু ব্যাকরণের নিয়ম মুখস্ত করলেই হবেনা। তাই চর্চা করার জন্য এই বইটিতে রয়েছে বিশেষ ব্যবস্থা৷ এই বইটিতে বাম পাতায় রয়েছে ইংরেজি ব্যাকরণের নিয়মগুলাের সহজ উপস্থাপন, আর ডান পাতায় রয়েছে প্রাকটিস প্রবলেম। তাই প্রতিটা টপিকের পর আপনি বইয়ের সমস্যাগুলাে সমাধান করে ফেললেই সেই বিষয়টি সম্পূর্ণ আয়ত্ব করতে পারবেন। এভাবে শুধু বইটি দ্বারা নিজে নিজেই সহজে ইংরেজি শিখতে পারা সম্ভব, আলাদা করে শিক্ষকের প্রয়ােজন হবেনা। গুগলের জরিপে সারাবিশ্বে ইংরেজি শেখার সবচেয়ে জনপ্রিয় বইগুলাের মধ্যে এটি একটি।

নিঃসন্দেহে তাই আপনি ইংরেজি গ্রামার শেখার সবচেয়ে ভালো বইয়ের জন্য এই বইটিকে নির্বাচন করতে পারেন।

Essential Grammar in use by Raymond Murphy

বইটি যেহেতু একদম নতুনদের জন্য লেখা তাই তা খুব একটা বড় বই নয়। বইটির দাম দোকান ও কাগজের কোয়ালিটি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আনুমানিক ভাবে বইটির দাম ১০০-২০০ টাকা হবে। ঢাকার নীলক্ষেত, বাংলাবাজার সহ যেকোন লাইব্রেরীতেই এটি পাওয়া যাবে এছাড়া অনলাইন থেকে অর্ডার করতে পারেন।

Rapidex English Speaking Course by R.K Gupta

বর্তমান কর্পোরেট দুনিয়াতে স্পোকেন ইংলিশে দক্ষতা কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেই। অনেকের ব্যাকরণের নিয়ম আয়ত্তে থাকার পরও শব্দের সঠিক উচ্চারণ জানেন না এবং ইংরেজি লিখতে পারলেও বলতে পারেন না। এর ফলে আপনার ক্যারিয়ারে অনেক সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং অনেক পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলতে না পারার কারনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।

ভারতীয় লেখক আর কে গুপ্ত এর লেখা এই বইটি স্পোকেন ইংলিশ শেখার জন্য একটি জনপ্রিয় বই। বইটির বাংলাদেশে বাংলা ভার্সন পাওয়া যায় যা বাঙালি পাঠকদের জন্য অধিক উপযোগী। “Rapidex” শব্দটির মানে হচ্ছে খুব তাড়াতাড়ি নিজে নিজেই। অর্থাৎ, এই বইটিতে নিজে নিজেই ইংরেজিতে কথা বলা শেখা যাবে এবং তা খুব অল্প সময়েই। বইটিকে এমনভাবে সাজানো হয়েছে যার ফলে মাত্র ৬০ দিনে স্পোকেন ইংলিশে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন।

বইটিকে একটি কোর্সের মত করে সাজানো হয়েছে যার প্রতিটি ধাপ অনুসরণ করে আপনার কোর্সটি ৬০ দিনে শেষ হবে। ২৫০০+ ইংরেজি শব্দের বিভিন্ন বাক্যে বিস্তারিত ব্যাখ্যাসহ দেখানো হয়েছে যার ফলে ইংরেজি বাক্য গঠন করা আপনার জন্য সহজ হবে। এছাড়াও, বইটি যেহেতু স্পোকেন ইংলিশের উপর, তাই বিভিন্ন ধরনের পরিস্থিতি যেমন বাসায় মেহমান এলে, অফিসে গেলে, কোন দোকানে গেলে যে ধরনের কথোপকথন করতে হয় তা ইংরেজিতে কিভাবে করা যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এরকম ৫০ টির ও অধিক পরিস্থিতিতে ইংরেজিতে কথোপকথন নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে। এর ফলে ব্যবহারিক ইংরেজিতে আপনি অত্যন্ত দক্ষ হয়ে উঠবেন। আর বাস্তবিক জীবনে ইংরেজির ব্যবহার জানলে ইংরেজি ব্যাকরণগত নিয়মকানুন আপনার জন্য এমনিতেই অনেক সহজ হয়ে যাবে। বইটি এমনভাবেই রচিত যে আলাদা করে আপনার কোন শিক্ষকের প্রয়োজন হবেনা। নিজে নিজে প্রাকটিসের মাধ্যমে স্বল্প সময়েই আপনি স্পোকেন ইংলিশ এ দক্ষ হয়ে উঠতে পারবেন।

Rapidex English Speaking Course by R.K Gupta

ইংরেজি শেখার সহজ বইয়ের জন্য আপনি এই বইটিকে নির্বাচন করতে পারেন। বইটি আপনার শহরে যেকোনো লাইব্রেরীতেই পেতে পারেন দাম 150-250 টাকার মধ্যে। এছাড়া অনলাইন থেকে অর্ডার করতে পারেন।

Apex English by Md. Waliullah Chowdhury

এই বইটি একদম নতুন নয় বরং ইন্টারমিডিয়েট পর্যায়ের ইংরেজি শিখতে ইচ্ছুকদের। জন্য বেশি প্রযােজ্য। আপনি স্কুলে বেসিক ইংরেজি শিখেছেন, এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকুরীর পরীক্ষার জন্য, অথবা নিজ কর্মক্ষেত্রের প্রয়ােজনে নিজের ইংরেজির দক্ষতা বাড়াতে চান তাদের জন্য এপেক্স ইংলিশ বইটি বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ একটি বই। এতে ইন্টারমিডিয়েড অর্থাৎ বেশি সহজ নয় আবার বেশি কঠিন ও নয় এমন পর্যায়ের ইংরেজি গ্রামার শেখার বিষয় নিয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে এবং অনেক উদাহরণ এবং প্র্যাকটিসের সুযােগ রয়েছে। এক্ষেত্রে এই বইটির বাড়তি সুবিধা হচ্ছে বইটিতে অনুশীলনের জন্য যেসব প্রশ্ন দেওয়া হয়েছে তা সবই বাংলাদেশের বিভিন্ন ধরণের চাকুরি কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এর ফলে আপনার ইংরেজি শিক্ষার যদি উদ্দেশ্য হয়ে থাকে এসব পরীক্ষাতে ভালাে করা তবে এর মাধ্যমে আপনার পরীক্ষা প্রস্তুতিও একই সাথে সম্পূর্ণ হবে, আপনি বুঝতে পারবেন কোন ধরণের প্রশ্ন সাধারনত এসব পরীক্ষায় এসে থাকে।

বইটিতে ইংরেজি গ্রামার বেসিক নিয়মের বাইরে আলাদা করে যেসব জায়গাতে সকলে গুলিয়ে ফেলে বা ভুল করে তা হাইলাইট করা হয়েছে, যার ফলে এই কমন জায়গাগুলােতে ভুল হওয়ার সম্ভাবনা আপনার অনেক কমে যাবে।

এছাড়াও ইংরেজি গ্রামারের কিছু বিষয় আছে যা বাস্তব জীবনের অভিব্যক্তি বা প্রেক্ষাপট অনুসারে প্রয়ােগ করতে হয়। যেমন, একই বাক্যকে Direct থেকে Indirect Speech এ নিতে হলে কখনাে Ordered আবার কখনাে Advised ব্যবহৃত হয়। ঠিক কোন অভিব্যক্তির ক্ষেত্রে ব্যাকরণে কোন শব্দ ব্যবহার করতে হবে এসব বিষয়গুলােকে এই বইটিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কারন প্রতিযােগীতামূলক পরীক্ষাগুলােতে এসব বিষয়ের উপরেই বেশি প্রশ্ন এসে থাকে। তাই আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলতে এবং পরীক্ষা প্রস্তুতির জন্য দারুন একটি বই হবে।

Apex English

বাজারে বইটির দাম পড়বে ৩০০-৪০০ টাকা। যারা শুধু ইংরেজি শিখতেই নয় বরং একই সাথে পরীক্ষা প্রস্তুতির জন্য এই বইটিকে ফলাে করতে চান তারা অবশ্যই বইটির সর্বশেষ সংস্করণ কিনবেন।

Saifur’s Student Vocabulary

বাংলাদেশে ইংরেজি শিখতে অনেকেই Saifur’s কোচিং এ ভর্তি হয়ে থাকেন। এ কোচিং এরই একটি বই হচ্ছে Saifur’s Student Vocabulary যা বাংলাদেশে তুমুল জনপ্রিয় এবং বেস্ট সেলার একটি বই।

বাংলাদেশের যেকোন প্রতিযােগীতামূলক পরীক্ষায় যে ধরণের শব্দার্থ এসে থাকে তার সবই রয়েছে এ বইটিতে৷ পরীক্ষা ছাড়াও, আপনি সাধারণ কারনে আপনার ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে চাইলে এই বইটি হবে আপনার জন্য দারুন একটি উপায়।

বইটির বিশেষত্ব হচ্ছে বইটির যেসব শব্দ রয়েছে তা সবই প্রয়ােজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। Saifur’s এর এই বইটিতে তিনটি ভাগ রয়েছে। লেভেল ওয়ান এ সহজ শব্দ, লেভেল টু তে তুলনামূলক কঠিন শব্দ তৃতীয় ধাপে কঠিন শব্দ রয়েছে। তাই আপনি নতুন হলে আগে লেভেল ওয়ান এর শব্দগুলাে শিখবে এবং এরপর কঠিন শব্দগুলো শেখার চেষ্টা করবেন।

বইটিতে শব্দগুলাের সাথেই এর সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ ও যুক্ত করা রয়েছে, যার ফলে একটি শব্দ শিখতে গেলে তার সাথে আরাে অনেকগুলাে শব্দ আপনার শেখা হয়ে যাবে। এছাড়াও শব্দগুলাের পাশে এগুলাে কত সালে কোন চাকুরির বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিলাে তাও উল্লেখ করা হয়েছে।

তাই আপনার ভােকাবুলারি শেখার উদ্দেশ্য যদি এসব পরীক্ষার প্রস্তুতি গ্রহণ হয়ে থাকে তবে আপনার প্রস্তুতির জন্য এই বইটি সহায়ক হবে। এছাড়াও শেষে রয়েছে প্র্যাকটিস অংশ। তাই ভােকাবুলারি প্র্যাকটিস পর প্র্যাকটিস অংশে নিজেকে যাচাই করতে পারবেন এবং বেশি বেশি প্রাকর্টিসের মাধ্যমে শব্দগুলােকে সহজে স্মৃতিতে গেঁথে নিতে পারবেন। বারবার চর্চার মাধ্যমে ভােকাবুলারি শিখলে দীর্ঘদিন মনে থাকবে।

Saifur's Student Vocabulary

বর্তমানে Saifur’s Student Vocabulary এই বইটির দাম বাজারে 120-180 টাকার মধ্যে। এছাড়াও বইটি অনলাইন থেকে অর্ডার করতে পারেন।

আমাদের শেষ কথা

এ লেখাটি থেকে আপনি ইংরেজি শেখার জন্য কেমন বই চাচ্ছেন সেই চাহিদার সাথে মিলিয়ে আপনার জন্য উপযুক্ত বইটি নির্বাচন করতে পারবেন। সাধারনত এগুলোর একটি বইই যথেষ্ঠ ইংরেজি শেখার জন্য, তবে আপনি চাইলে ২-৩ টি বই মিলিয়েও পড়তে পারেন। যেমনঃ স্পোকেন ইংলিশের জন্য সেরা বইটি, ভোক্যাবুলারি বই এর জন্য সেরা আরেকটি এবং ইংরেজি গ্রামারের জন্য সেরা আরেকটি বই নির্বাচন করে মিলিয়ে পড়তে পারেন। এ লেখাটি থেকে আপনি উপকৃত হবেন এবং আপনার ইংরেজি শেখার যাত্রায় এটি সহায়ক হবে, এমনটাই কামনা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top